বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে আজ রোববার (১০ জুলাই) সকাল ৭টায়।
বেলা পৌনে ১১টা পর্যন্ত এই মসজিদে মোট পাঁচ দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।
নামাজ আদায়ের জন্য বিভিন্ন এলাকা থেকে ভোর থেকে জাতীয় মসজিদে ভিড় করেন মুসল্লিরা। ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি করেন। পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পড়ুন: বায়তুল মোকাররমে ঈদ জামাতে মুসল্লিদের ঢল
/আসাদ/সাইফ/