ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

সাড়ে ৯ হাজার মেট্রিক টন বর্জ্য স্থানান্তর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ১১ জুলাই ২০২২   আপডেট: ১৫:০৭, ১১ জুলাই ২০২২
সাড়ে ৯ হাজার মেট্রিক টন বর্জ্য স্থানান্তর

দ্বিতীয় দিনের মতো কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

সোমবার (১১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত প্রায় সাড়ে ৯ হাজার মেট্রিক টন কোরবানির বর্জ্য স্থানান্তর করেছে ডিএসসিসি। এসব বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করা হয়েছে। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য নিশ্চিত করে জানান, ২ হাজার ৩৭০টি ট্রিপের মাধ্যমে এ বর্জ্য স্থানান্তর করা হয়েছে। এছাড়া, দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ড থেকে গত রাত সোয়া ১টার মধ্যে প্রথম দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। 

আরো পড়ুন:

ঢাকা/আসাদ/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়