ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

শিশুদের করোনার টিকা দেওয়া শুরু ১১ আগস্ট 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ৭ আগস্ট ২০২২   আপডেট: ১৩:২৯, ৭ আগস্ট ২০২২
শিশুদের করোনার টিকা দেওয়া শুরু ১১ আগস্ট 

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১১ আগস্ট থেকে ৫-১১ বছর বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, পরীক্ষামূলক টিকা কার্যক্রম শেষ হলে ২৬ আগস্ট থেকে পুরোদমে দেশব্যাপী শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে।

রোববার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীর নিপসম অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।

আরো পড়ুন:

মন্ত্রী বলেন, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের বিশেষভাবে তৈরি ১৫ লাখ টিকা আমাদের হাতে এসেছে। সব মিলিয়ে শিশুদের টিকাদানে আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছি। আগামী ১১ আগস্ট থেকে কেবল ঢাকায় পরীক্ষামূলক কার্যক্রম চলবে। এরপর ২৬ আগস্ট থেকে সারা দেশে এক যোগে এই কার্যক্রম চালু হবে।

মেয়া/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়