শিশুদের জন্য আরও ২৫ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
করোনা সংক্রমণ প্রতিরোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য আরও ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য আরও ২ দশমিক ৫ মিলিয়ন অর্থাৎ ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা অনুদান দিয়েছে। এই টিকা বাংলাদেশের শিশুদের করোনাভাইরাস প্রতিরোধে ব্যবহার করা হবে।
এ অনুদানসহ যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশকে দেওয়া মোট টিকার পরিমাণ দাঁড়ালো ৮৮ মিলিয়ন বা ৮ কোটি ৮০ লাখ ডোজ।
মেয়া/টিপু