ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের বাবা আর নেই

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৫:১১, ২৭ সেপ্টেম্বর ২০২২
কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের বাবা আর নেই

মুহাম্মদ শহীদুল্লাহ

কবি ও সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ দুলালের বাবা মুহাম্মদ শহীদুল্লাহ সোমবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সাইফুল্লাহ মাহমুদ দুলাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ফজরের নামাজের পর মিরপুর ৬ নম্বর মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে গ্রামের বাড়ি চরখারচরে এবং সেখানেই পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

আরো পড়ুন:

মুহাম্মদ শহীদুল্লাহ অবসর সময়ে লেখালেখি করতেন। তার একাধিক গ্রন্থ রয়েছে। তার মধ্যে- ‘শেরপুর জেলার ইতিবৃত্ত’ অন্যতম। এছাড়াও তিনি ১৯৭১ সালে চর এলাকার মুক্তাঞ্চলে মুক্তিযোদ্ধাদের নানা ভাবে সাহায্য-সহযোগিতা করে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন। তিনি শিক্ষকতার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানও স্থাপন করেন।

তার ছোট ছেলে ড. শিহাব শাহরিয়ার খ্যাতিমান কবি ও উপস্থাপক। বর্তমানে তিনি জাতীয় জাদুঘরে কর্মরত আছেন।

/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট