কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের বাবা আর নেই
মুহাম্মদ শহীদুল্লাহ
কবি ও সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ দুলালের বাবা মুহাম্মদ শহীদুল্লাহ সোমবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সাইফুল্লাহ মাহমুদ দুলাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার ফজরের নামাজের পর মিরপুর ৬ নম্বর মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে গ্রামের বাড়ি চরখারচরে এবং সেখানেই পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
মুহাম্মদ শহীদুল্লাহ অবসর সময়ে লেখালেখি করতেন। তার একাধিক গ্রন্থ রয়েছে। তার মধ্যে- ‘শেরপুর জেলার ইতিবৃত্ত’ অন্যতম। এছাড়াও তিনি ১৯৭১ সালে চর এলাকার মুক্তাঞ্চলে মুক্তিযোদ্ধাদের নানা ভাবে সাহায্য-সহযোগিতা করে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন। তিনি শিক্ষকতার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানও স্থাপন করেন।
তার ছোট ছেলে ড. শিহাব শাহরিয়ার খ্যাতিমান কবি ও উপস্থাপক। বর্তমানে তিনি জাতীয় জাদুঘরে কর্মরত আছেন।
/সাইফ/