ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

সিত্রাং মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিটরিং সেল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ২৪ অক্টোবর ২০২২   আপডেট: ১৯:৪৫, ২৪ অক্টোবর ২০২২
সিত্রাং মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিটরিং সেল

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তদারকি করছেন।

সোমবার (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল ক‌ায়েস এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর কারণে উদ্ভূত দুর্যোগ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থিত ‘প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ তৎপরতা মনিটরিং সেল’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বক্ষণিক তৎপর থাকবে।

আরো পড়ুন:

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ সংক্রান্ত যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে নিম্নোক্ত নম্বরগুলোতে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

 মোবাইল ফোন নম্বর: +880-1769010986

টেলিফোন নম্বর : +880-02-550, +880-02-58153022

ফ্যাক্স : +880-02-9102469

ই-মেইল [email protected]

এর আগে সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় সিত্রাং আজ সন্ধ্যায় বাংলাদেশে আঘাত হানবে। ভারতে আঘাত হানার আশঙ্কা নেই। সবচেয়ে বেশি আঘাত হানবে বরগুনা এবং পটুয়াখালী জেলায়।

তিনি জানিয়েছেন, ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিত্রাং আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭টার মধ্যে উপকূল অতিক্রম করবে। সিত্রাং সিভিয়ার সাইক্লোনে রূপ নিয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। সিত্রাং সুপার সাইক্লোন না।

পারভেজ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়