ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

ঘূর্ণিঝড় সিত্রাং: রাজধানীতে ভেঙেছে গাছপালা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ২৫ অক্টোবর ২০২২   আপডেট: ১৪:৩১, ২৫ অক্টোবর ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাং: রাজধানীতে ভেঙেছে গাছপালা

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে ভেঙে পড়া গাছ

বৃষ্টি ঝড়িয়ে ঘূর্ণিঝড় সিত্রাং দুর্বল হয়ে এখন স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। সোমবার মধ্যরাতে ভোলার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়েছে রাজধানীতেও।

সিত্রাংয়ের প্রভাবে রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ১০টি গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থাপনার ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, সোমবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে ছোট-বড় অন্তত ৬টি গাছ উপড়ে পড়ে। এতে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। অনেকেই গাছের ডাল-পালা কেটে রিকশা-ভ্যান চলাচলের উপযোগী করে তোলেন। শাহজাহানপুর রেলকলোনি সংলগ্ন কবি বেনজির বাগানবাড়ি এলাকায় একটি রাস্তায় গাছ উপড়ে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরো পড়ুন:

এছাড়া রাজধানীর জিরো পয়েন্টে সচিবালয়ের দিকে একটি বড় ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে সোমবার রাতে। গুলিস্তানের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সীমানার ভেতরে ভেঙে পড়ে থাকতে দেখা গেছে বড় একটি গাছ। মিরপুরে ২ নম্বরেও একটি গাছ ভেঙে পড়েছে।

ঢাকার উভয় সিটি করপোরেশন আওতাধীন এলাকা অনুযায়ী এসব গাছ সরানোর দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের স্থলভাগে এসে নিম্নচাপে পরিণত হয়। এরপর এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতের আসামের দিকে চলে গেছে। এরই মধ্যে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি উন্নতি হতে শুরু করেছে। দেশের বেশিরভাগ অঞ্চলের বৃষ্টি থেমে গেছে। বিভিন্ন স্থানে দু-দিন পর দেখা মিলেছে রোদের।

/হাসান/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়