ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

প্রতিবন্ধী ভাতা ৫ হাজার টাকা করার দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ২ ডিসেম্বর ২০২২  
প্রতিবন্ধী ভাতা ৫ হাজার টাকা করার দাবি

ছবি: রাইজিংবিডি

প্রতিবন্ধী ভাতা ৮৫০ টাকা হতে উন্নীত করে ৫০০০ টাকা করার দাবি জানানো হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরি প্রত্যাশী সৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। 

শনিবার (৩ ডিসেম্বর) জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে দৃষ্টি প্রতিবন্ধী তথা প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ ব্যবস্থায় কর্মসংস্থানের নিশ্চিতকরণ, জাতীয় অভিন্ন শ্রুতি লেখক নীতিমালা প্রণয়ন, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ৮৫০ টাকা হতে উন্নীত করে ন্যূনতম ৫০০০ টাকাসহ প্রতিবন্ধী ব্যক্তিদের সব সমস্যা নিরসনের দাবি জানানো হয়।

আরো পড়ুন:

মানববন্ধনে পরিষদের আহ্বায়ক মো. আলী হোসেন বলেন, ২০১৮ সালের ১১ এপ্রিল কোটা বাতিলের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মে যোগদানের ক্ষেত্রে বিশেষ নিয়োগ ব্যবস্থা করার কথা থাকলেও এটি আজও পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাই উক্ত প্রোগামে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত কর্মে যোগদানের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থায় সুস্পষ্ট রূপরেখা প্রদান করার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে পরিষদের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল, মাহবুব মোর্শেদ, আলিফ হোসেন, গোলাম কিবরিয়া নারী সদস্য জান্নাত আক্তার, মিতু আক্তার, গোলাম বাদল, রাহাত খান, সাদিয়া আফরিন তৃশা বক্তব্য রাখেন।

/মামুন/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়