ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মেডিক‌্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ৫ ডিসেম্বর ২০২২  
রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পল্টন থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে দৈনিক বাংলা মোড়ে ফুটপাত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। ফুটপাতে থাকতেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

/বুলবুল/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়