কেউ না খেয়ে থাকবে না: খাদ্যমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনার সরকার গরিব অসহায় মানুষের পাশে আছে। বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না।
বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর আব্দুল গণি রোডে ভ্রাম্যমাণ ওএমএস (ট্রাকসেল) বিক্রয় কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ভোক্তা সাধারণের উদ্দেশ্যে মন্ত্রী এসব কথা বলেন।
বীর এই মুক্তিযোদ্ধা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই এবং দেশের মানুষ কষ্টেও নেই। করোনা মহামারি ও আর্থিক সংকটের মধ্যেও বাংলাদেশের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিগত সময়ে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওএমএস এর খাদ্যবান্ধব কর্মসূচি চালু থাকে না। কিন্তু ভোক্তা সাধারণকে স্বস্তি দিতে সরকার এ সময়ে এটা চালু রেখেছে। প্রয়োজনে সারা বছর স্বল্প আয়ের মানুষকে খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে বলে তিনি ভোক্তাদের আশ্বস্ত করেন।
ভোক্তারা ওএমএস এর মাধ্যমে আরও বেশি পরিমাণ চাল আটা ও বিক্রয় কেন্দ্র বাড়ানোর অনুরোধ করেন।
আসাদ/ইভা