ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মিতব‌্যয়ী হতে বললেন প্রধানমন্ত্রী

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ২৪ জানুয়ারি ২০২৩   আপডেট: ১২:১২, ২৪ জানুয়ারি ২০২৩
মিতব‌্যয়ী হতে বললেন প্রধানমন্ত্রী

বৈশ্বিক সংকট মোকাবিলায় সকলকে কৃচ্ছতা সাধাণ, অপচয় বন্ধ ও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
মঙ্গলবার (২৪ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৩’ উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
 
প্রধানমন্ত্রী বলেন, সবাইকে কৃচ্ছতা সাধন করতে হবে। সেই সঙ্গে অপচয় বন্ধ করে মিতব্যয়ী হতে হবে।
 
এ সময় খাদ‌্য উৎপাদন বৃদ্ধির জন‌্য কোথাও যাতে অনাবাদী জমি না থাকে সেদিকে খেয়াল রাখতে এবং পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।
 
তিনি বলেন, সব জমি চাষের উপযোগী কররা বিষয়ে লক্ষ‌্য রাখতে হবে। উৎপাদিত পণ‌্য যাতে নষ্ট না হয় সেদিকে নজর দিতে হবে। এখন এটাই গুরুত্ব দিতে হবে। তাহলে দেশের চাহিদা মিটিয়ে খাদ‌্য রপ্তানিও করা যাবে।
 
সবক্ষেত্রে সাশ্রয়ী নীতি মেনে চলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিজেরাই নিজেদের বিদুৎ ও জ্বালানি ব‌্যবহারে সাশ্রয়ী হতে হবে।
 
এ সময় ২০৪১ সালে উন্নত স্মার্ট বাংলাদেশ গঠনে তার সরকারের পদক্ষেপ পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। 

পারভেজ/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়