ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৬ ১৪৩১

ভাষা শহিদদের শ্রদ্ধা জানালেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ২১ ফেব্রুয়ারি ২০২৩  
ভাষা শহিদদের শ্রদ্ধা জানালেন প্রধান বিচারপতি

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনারে আসেন তিনি। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। এ সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করেন তারা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান বিচারপতিকে অভ্যর্থনা জানান।

আরো পড়ুন:

এর আগে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/মামুন/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়