ঢাকা     সোমবার   ১৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১ ১৪৩১

মসজিদ আল হারামের প্রধান ইমামের সঙ্গে চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ৬ মার্চ ২০২৩   আপডেট: ২২:৫১, ৬ মার্চ ২০২৩
মসজিদ আল হারামের প্রধান ইমামের সঙ্গে চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদ আল হারামের প্রধান ইমাম শেখ আবদুল রহমান আল সুদাইসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবুল হাসান মৃধা।

সোমবার (৬ মার্চ) দূতাবাস জানায়, রোববার (৫ মার্চ) রিয়াদে এক অনুষ্ঠানে আল হারামের প্রধান ইমামের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় চার্জ দ্য অ্যাফেয়ার্স আল হারামের প্রধান ইমামের সঙ্গে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি শেখ আবদুল রহমান আল সুদাইসকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেন।

উল্লেখ্য, আল হারাম মসজিদের প্রধান ইমাম শেখ আবদুল রহমান আল সুদাইস মুসলিম উম্মাহর অন্যতম জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব। তার অসাধারণ সুন্দর কণ্ঠস্বর ও চমৎকার তেলাওয়াতের জন্য তিনি সবার পছন্দের একজন মানুষ। মন্ত্রী পদমর্যাদার এই ইমাম জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য টু হলি মস্কের (জিপিএইচ) সভাপতি।

হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়