ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

বঙ্গবাজারের আগুনে নিঃস্ব ব‌্যবসায়ীরা

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ৪ এপ্রিল ২০২৩   আপডেট: ১৬:৫৮, ৪ এপ্রিল ২০২৩
বঙ্গবাজারের আগুনে নিঃস্ব ব‌্যবসায়ীরা

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে অসুস্থ হয়ে পড়া এক ফায়ার ফাইটার। ছবি: সুকান্ত বিশ্বাস

ভয়াবহ আগুনে পুড়ে গেছে রাজধানীর বঙ্গবাজার। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়ও। পুরো এলাকা ছেয়ে যায় কালো ধোঁয়ায়। 

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগে।  ঘটনার সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট।

 

আরো পড়ুন:

আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতেও।

 

আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

আগুন নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিসের সাথে অন‌্যান‌্য বাহিনীর কর্মীরাও যুক্ত হয়েছেন।

 

ধিকি ধিকি আগুন জ্বলছে, বঙ্গবাজার পুড়ে ছাই।

 

পুড়ে গেছে বঙ্গবাজার, পুড়ে গেছে স্বপ্ন। এখানেই কিছুক্ষণ আগেও তাদের দোকান ছিল।

 

নিভে গেছে আগুন, পড়ে আছে ছাই। ছাইচাপা আগুনের ধোঁয়া যেন ব‌্যবসায়ীদের দীর্ঘশ্বাস।

 

আগুনে নিঃস্ব হয়ে গেছেন বহু ব‌্যবসায়ী। এ ক্ষতি কীভাবে মোকাবিলা করবেন তারা?

 

আগুন থেকে বাঁচতে আশপাশের দোকানগুলো থেকে পণ‌্য সরিয়ে নিচ্ছেন এক ব‌্যবসায়ী।

 

ঢাকা/সনি

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়