৯৯৯ সেবা পুনরায় চালু
ছবি: সংগৃহীত
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯ সাময়িকভাবে বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এদিন সকালে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্কা মো. কামরুল হাসান বলেন, জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।
এর আগে, বঙ্গবাজারে আগুনে পুলিশ হেডকোয়ার্টার্সও ক্ষতিগ্রস্ত হয়। ফলে ৯৯৯ সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এসময় জনগণকে জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করে পুলিশ হেডকোয়ার্টার্স।
বঙ্গবাজারে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট।
মাকসুদ/এনএইচ
- ৮ মাস আগে দুর্ঘটনা নাকি নাশকতা, অনুসন্ধানে গোয়েন্দারা
- ৮ মাস আগে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করছে জেলা প্রশাসন
- ৮ মাস আগে পোড়া ক্ষত সারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ব্যবসায়ীদের
- ৮ মাস আগে ‘৩-৪ দিনের মধ্যে তালিকা করে ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে’
- ৮ মাস আগে বঙ্গবাজারে পুড়ে যাওয়া জামা কিনলেন মিম ও রাফসান
- ৮ মাস আগে আমরা সাধ্যমতো ব্যবসায়ীদের সহযোগিতা করবো: মির্জা আব্বাস
- ৮ মাস আগে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী অনুদান দেবেন: তাপস
- ৮ মাস আগে আগুনে ছাই হলো হাজারো স্বপ্ন
- ৮ মাস আগে বঙ্গবাজারে আগুন: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন
- ৮ মাস আগে বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ: পররাষ্ট্রমন্ত্রী
- ৮ মাস আগে বঙ্গবাজারে আগুনে পোড়া কাপড় কিনছে বিদ্যানন্দ
- ৮ মাস আগে ‘যারা মার্কেট সরাতে চেয়েছিল, তারাই আগুন লাগিয়েছে’
- ৮ মাস আগে ‘পাঁচটি ওয়াটার ক্যানন ও ২ হাজার পুলিশ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে’
- ৮ মাস আগে বঙ্গবাজারের আগুনে নিঃস্ব ব্যবসায়ীরা
- ৮ মাস আগে ‘মার্কেটটি ছিলো ঝুঁকিপূর্ণ, ১০ বার নোটিশ দিয়েছিলাম’