ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

আগুন ছড়িয়ে পড়েছে পুরো মার্কেটে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ১৫ এপ্রিল ২০২৩   আপডেট: ০৯:১৩, ১৫ এপ্রিল ২০২৩
আগুন ছড়িয়ে পড়েছে পুরো মার্কেটে

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের তিন তলার একাংশে লাগা আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়েছে। এ কারণে ফায়ার সার্ভিসের ইউনিট বৃদ্ধি করে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

শনিবার (১৫ এপ্রিল) নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হলেও আগুন মার্কেটের এক পাশে ছিল। তবে প্রায় দুই ঘণ্টা জ্বলতে থাকা আগুন তৃতীয় তলার গোটা ফ্লোরে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় তলায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছেন।

অন্যদিকে আগুনে মার্কেটের বিভিন্ন দোকানে থাকা এসি কিছুক্ষণ পরপরই বিস্ফোরিত হচ্ছে বিকট শব্দে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যেসব জায়গায় আগুন এখনো ছড়িয়ে পড়েনি সেখান থেকে ব্যবসায়ীরা মালামাল যে যতটুকু পারছেন মালামাল বের করে আনছেন।

আরো পড়ুন:

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহদন শিকদার কদার রাইজিংবিডিকে বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

/মাকসুদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়