নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
সংবাদ সম্মেলন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন
রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১৫ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
তিনি বলেন, আগুন সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হচ্ছে। তবে এ আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে।
/মাকসুদ/সাইফ/
- ৮ মাস আগে মার্কেটগুলোতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে: ডিএমপি
- ৮ মাস আগে আগুন থেকে রক্ষা পেতে দোয়া করেন ক্ষতিগ্রস্তরা
- ৮ মাস আগে আগুনের ঘটনা নাশকতা কি না, খতিয়ে দেখা হবে: প্রধানমন্ত্রী
- ৮ মাস আগে আগুন নিয়ন্ত্রণে ঢাকা কলেজের স্বেচ্ছাসেবীরা
- ৮ মাস আগে ধোঁয়ায় অসুস্থ হয়ে ৮ ফাইটারসহ ১৭ জন ঢামেকে
- ৮ মাস আগে নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে সেনা-বিমান-নৌবাহিনী ও বিজিবি
- ৮ মাস আগে ‘কীভাবে বাঁচব, কোথায় পাব ব্যবসার পুঁজি’
- ৮ মাস আগে নিউ সুপার মার্কেটে আগুন: আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব মোতায়েন
- ৮ মাস আগে নিউ সুপার মার্কেটে আগুন: মার্কেটের ভেতর বিকট শব্দ
- ৮ মাস আগে আগুন নিয়ন্ত্রণে ১২ প্লাটুন বিজিবি সদস্য কাজ করছেন
- ৮ মাস আগে আগুন ছড়িয়ে পড়েছে পুরো মার্কেটে
- ৮ মাস আগে নিউ সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট