সকালে রাজধানীতে ঝড়-বৃষ্টি
ছবি: মো. তৌহিদ
বুধবার (১৭ মে) সকালে ঢাকায় কালবৈশাখীর দেখা পেলো নগরবাসী। এছাড়া ঢাকায় বৃষ্টিও হচ্ছে। আকাশ এমন মেঘে ঢাকা মনে হচ্ছে সকালেই সন্ধ্যা নেমে এলো। আগামী কিছুদিন এই অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিলো তিন মিলিমিটার। আজও বৃষ্টি হবে রাজধানীতে, তবে এর পরিমাণ খুব না হওয়ারই সম্ভাবনা বেশি। এ সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম গণমাধ্যমকে জানান, মার্চ, এপ্রিল আর মে মাসে কালবৈশাখী ঝড় হওয়া স্বাভাবিক। ঘূর্ণিঝড় মোখার কারণে কিছু বেশ প্রভাব সারাদেশেই ছড়িয়ে পড়েছে। এতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। সঙ্গে শিলারও শঙ্কার কথা বলছি আমরা। আগামী কিছুদিন এই আবহাওয়াই বিরাজ করবে।
ঢাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর বৃষ্টি হয়েছে।আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
/এসবি/