ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

‘তখন পুড়ছি আগুনে, এখন পুড়ি রোদে’

রায়হান হোসেন, ঢাকা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ১ জুন ২০২৩  
‘তখন পুড়ছি আগুনে, এখন পুড়ি রোদে’

মো. মামুন হোসেন। ছবি: রাইজিংবিডি

রাজধানীর বঙ্গবাজারে আগুন পুড়ে যাওয়া রাইয়ান গার্মেন্টসের বিক্রয়কর্মী মো. মামুন হোসেন বলেছেন, ‘তখন পুড়ছি আগুনে, এখন পুড়ি রোদে।  ভিজছি বৃষ্টিতে, কোনমতে ব্যবসা টিকিয়ে রাখছি।’

বুধবার (৩১) বঙ্গবাজারে তিনি এসব কথা বলেন।

মামুন হোসেন জানান, গত ৪ এপ্রিল বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় রাইয়ান গার্মেন্টসের ২টি দোকান পুড়ে যায়। প্রায় ১৫ লাখ টাকার পোশাক পুড়ে গেছে তার দোকানের। এখন সাড়ে তিন ফুট বাই পাঁচ ফুট আয়তনের একটি চৌকিতে কোনমতে ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করছেন তিনি।

আরো পড়ুন:

মামুন হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘আগুন লাগার আট দিন পর আমরা চৌকি পেতে বসেছিলাম। আমাদের ব্যবসাটা মূলত রমজানে ঈদে জমে উঠে। কিন্তু এবারের আগুনের ঘটনায় সব মাটি হয়ে গেছে। ব্যবসায়ীদের যে অনুদান দেওয়া হচ্ছে তা দিয়ে পুরোপুরি ব্যবসা করা সম্ভব না। আমরা আত্মীয়-স্বজন ও ব্যাংক থেকে ঋণ নিয়ে আবার ব্যবসা শুরু করি। এখানে এখন যে পরিমাণ রোদের তাপ তাতে আমাদের বসে থাকা কষ্টকর। আর কাস্টমার ও আগের মতো নেই।’

সুমাইয়া কালেকশনের সত্ত্বাধিকারী সাজ্জাদ শরিফ বলেন, ‘আমাদের এখানে সিটি করপোরেশন থেকে বহুতল করে দেওয়া কথা বলা হয়েছিলো। আমরা চাই দ্রুত ভবনের কাজ শুরু করা হোক। এখন যেভাবে চলছে এভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠান চলতে পারে না। ’

তিনি বলেন, ‘যা সম্পত্তি ছিলো তা আগুন গেছে। আমরা আবার নতুন করে স্থায়ীভাবে ব্যবসা শুরু করতে চাই। কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, আমাদের দিকে সুনজর দেওয়া জন্য।’

উল্লেখ্য, রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের তথ্য অনুযায়ী মোট প্রায় ৪ হাজার দোকান পুড়ে গেছে। বঙ্গবাজার কমপ্লেক্সসহ মহানগর শপিং কমপ্লেক্স, এনেক্সকো টাওয়ার, বঙ্গ ইসলামিয়া মার্কেট ও বঙ্গ হোমিও কমপ্লেক্সের এসব দোকানের মোট ৩০০ কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে।

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়