ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

লিসবনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ১৩ জুলাই ২০২৩  
লিসবনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু

পর্তুগালের রাজধানী লিসবনস্থ বাংলাদেশ দূতাবাসে ‘ই-পাসপোর্ট’ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ জুলাই) সকালে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. আলমগীর হোসেন।

আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এ সময় ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো পড়ুন:

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।

দেশে ও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে ই-পাসপোর্ট সুবিধা প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা প্রধানমন্ত্রীর অঙ্গীকারেরই প্রতিফলন।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ এখনো ই-পাসপোর্ট প্রচলন করতে পারেনি এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম ই-পাসপোর্ট সেবা চালু করেছে। ই-পাসপোর্ট চালু হলে শুধু ভ্রমণ ও ইমিগ্রেশনই সহজ হবে না, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।

সচিব আরও উল্লেখ করেন, সরকার পর্যায়ক্রমে বিদেশের সব বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সুবিধা চালু করবে। বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আবদুল্লাহ আল মামুন, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা প্রকল্পের কর্মকর্তারা, পর্তুগালে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতারা, গণমাধ্যমকর্মীরা এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

/হাসান/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়