ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১:১৩, ১৪ আগস্ট ২০২৩  
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

রাজধানীর চকবাজারের হোসেনি দালান এলাকায় একটি চারতলা ভবনের ছাদে ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে অজ্ঞাত এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ১৩ বছর।

রোববার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই শিশু। এলাকাবাসী শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা জাহাঙ্গীর হোসেন বাবু বলেছেন, ওই শিশু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের ফটকের সামনে চা দোকানের কর্মচারী ছিল। রাতে সে কিভাবে ছাদে উঠে ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়েছে, সেটা জানতে পারিনি। আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই চা দোকানের মালিক মৃত শিশুটির পরিচয় জানাতে পারেননি। পাঁচ-ছয় দিন আগে শিশুটি ওই চায়ের দোকানে কাজে যোগ দিয়েছিল।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেছেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে নেওয়া হয়েছে। বিষয়টি চকবাজার থানাকে জানানো হয়েছে।

ঢাকা/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়