ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

বঙ্গভবনে শোক দিবসের বিশেষ দোয়া ও মাহফিল বিকেলে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ১৫ আগস্ট ২০২৩   আপডেট: ০৮:২৭, ১৫ আগস্ট ২০২৩
বঙ্গভবনে শোক দিবসের বিশেষ দোয়া ও মাহফিল বিকেলে

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী আজ (১৫ আগস্ট) । দিবসটির স্মরণে মঙ্গলবার বিকেলে বাদ আছর বঙ্গভবনের দরবার হলে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে ’৭৫ এর ১৫ আগস্টের কালরাতে নির্মমভাবে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও তার পরিবারের সদস্যদের চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া, দেশের শান্তি ও সমৃদ্ধি ছাড়াও জনগণের কল্যাণ এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাষ্ট্রপতির পরিবারের সদস্য ছাড়াও সংশ্লিষ্ট সচিব, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের কর্মচারীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ঢাকা/হাসান/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়