কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জে ক্যামিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনে দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাত ৪টার দিকে কেরানীগঞ্জের গদার বাগ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লাগে। পরে খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, আগুনে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দগ্ধ অবস্থায় আরও একজনকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়াও আগুনের ঘটনায় আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
/মাকসুদ/এসবি/