ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

ঢাবি শিক্ষক ওয়াহিদুজ্জামা‌নের শাস্তি দা‌বি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ১ সেপ্টেম্বর ২০২৩  
ঢাবি শিক্ষক ওয়াহিদুজ্জামা‌নের শাস্তি দা‌বি

হিজাব নি‌য়ে কটাক্ষ করার অভি‌যোগ এনে ঢাকা বিশ্ববিদ‌্যাল‌য়ের শিক্ষক ওয়াহিদুজ্জামান চানের দৃষ্টান্তমূলক শা‌স্তি দা‌বি ক‌রে‌ছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব সাম‌নে দল‌টির এক মানববন্ধন থে‌কে এ দা‌বি জানা‌নো হয়।

এ সময় ইসলা‌মিক ফ্রন্টের যুগ্ম মহাসচিব পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালী বলেন, পর্দা হচ্ছে নারীর সম্মান। নারীর ক্ষেত্রে এটি ইসলামের অপরিহার্য নির্দেশনা। বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে এদেশে নারীরা পর্দা করবে এটি স্বাভাবিক। এক্ষেত্রে এটি নিয়ে কারও ব্যঙ্গ-বিদ্রুপ করা ইসলাম বিদ্বেষী মনোবৃত্তিরই বহিঃপ্রকাশ।

হিজাব পরিহিতদের উগ্রবাদী তকমা দেওয়াকে ধর্ম অবমাননা ও বিকৃত রুচির শামিল মন্তব্য করে হেলালী বলেন, সংখ্যাগরিষ্ট মুসলিম অধ্যুষিত দেশে একজন মুসলমান শিক্ষকের কাছ থেকে এহেন কদর্য বক্তব্যে গোটা জাতি লজ্জিত। এজন‌্য ঢাবি শিক্ষক ওয়াহিদুজ্জামান চানকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দি‌তে হ‌বে।

মানববন্ধনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল হাসান লিংকনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, দ‌লের ‌কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ আ ন ম ফখরুদ্দীন, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ  মিলন হোসেন, ইসলামিক যুবফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রাহাত হাসান রাব্বী, ঢাকা মহানগর আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন ফয়সাল, সদস্য মোহাম্মদ তারেক হোসাইন, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোহম্মদ সানি দেওয়ান, সদস্য মোহাম্মদ রুবায়েত মুনতাসির, ইয়াসিন আরাফাত আজমির, মোহাম্মদ ফাহিম ও ইমন হাসান প্রমুখ।

/নঈমুদ্দীন/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়