ঢাকা     রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৩ ১৪৩১

মালিবাগে শ্রমিকদের অবরোধ, ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ৩ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৫:৩১, ৩ সেপ্টেম্বর ২০২৩
মালিবাগে শ্রমিকদের অবরোধ, ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

চাকরি স্থায়ীকরণের দাবিতে মালিবাগে রেললাইন অবরোধ করেছেন শ্রমিকরা। এ কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

রোববার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টা থেকে মালিবাগ রেললাইন অবরোধ করেন শ্রমিকরা। এখন পর্যন্ত ঢাকা থেকে তারাকান্দি যাওয়া অগ্নিবীমা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও একটি লোকাল ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। ট্রেনগুলো স্টেশনে আটকা রয়েছে। এতে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (২ সেপ্টেম্বর) এর মধ্যে চাকরি স্থায়ীকরণে কোনো পদক্ষেপ না নেওয়ায় এ কর্মসূচি পালন করছেন রেল শ্রমিকরা। এর আগে অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। এ কারণে ১৬ জুলাই থেকে  আন্দোলন স্থগিত ছিল।

ঢাকা/মাকসুদ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়