ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

মার্কিন দূতাবাসে পরিবারসহ আশ্রয় চেয়েছেন বরখাস্ত ডিএজি এমরান

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২১:০৩, ৮ সেপ্টেম্বর ২০২৩
মার্কিন দূতাবাসে পরিবারসহ আশ্রয় চেয়েছেন বরখাস্ত ডিএজি এমরান

স্ত্রী–সন্তানদের নিয়ে মার্কিন দূতাবাসে এমরান আহম্মদ ভূঁইয়া। ছবি: সংগৃহীত

সপরিবারে আশ্রয়ের উদ্দেশ্যে মার্কিন দূতাবাস প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন বরখাস্ত হওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়া।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে একটি খুদে বার্তার মাধ্যমে সংবাদমাধ্যমকে তিনি বিষয়টি জানিয়েছেন।

পড়ুন: ডিএজি এমরানকে বরখাস্ত করা হয়েছে: আইনমন্ত্রী

তার পাঠানো পারিবারিক একটি ছবিতে দেখা গেছে, তিন সন্তানসহ দূতাবাসের পুলিশ বক্সে অবস্থান করছেন এমরাম আহম্মদ ভূঁইয়া।

খুদে বার্তায় এমরান আহম্মদ ভূঁইয়া বলেন, ‘আমি মার্কিন দূতাবাসে আজকে পুরো পরিবারসহ আশ্রয়ের জন্য বসে আছি। বাইরে পুলিশ। আজকে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমার ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গত চার-পাঁচ দিন ধরে অনবরত হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এই সরকার ভালোবাসার প্রতিদান দেয় জেল দিয়ে। আমার আমেরিকার কোনো ভিসা নেই। স্রেফ ৩টা ব্যাগে এক কাপড়ে আমার তিন মেয়েসহ কোনো রকমে বাসা থেকে বের হয়ে এখানে বসে আছি। দোয়া করবেন আমাদের জন্য।’

এ বিষয়ে মার্কিন দূতাবাসের মতামত জানতে যোগাযোগ করা হলে দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার বলেছেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে জানানোর মতো কোনো তথ্য নেই।’

ড. ইউনূসের বিরুদ্ধে করা মামলার বিষয়ে উদ্বেগ জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলাচিঠি পাঠান ১০৪ জন নোবেল বিজয়ীসহ বিশ্বের ১৭৫ বিশিষ্ট ব্যক্তি। ওই খোলা চিঠির বিপরীতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে প্রতিবাদ জানিয়ে দেওয়া বিবৃতিকে স্বাক্ষর না করে আলোচনায় আসেন এমরান আহম্মদ ভূঁইয়া।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়ার কথা উল্লেখ করে ৪ সেপ্টেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, ‘অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে এতে সই করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, এ বিবৃতিতে সই করব না।’

পরদিন আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘চিঠিতে সই না করার বক্তব্য দিয়ে এমরান শৃঙ্খলা ভঙ্গ করেছেন।’

পড়ুন: ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরানের নিয়োগ বাতিল

আজ দুপুরে আইনমন্ত্রী বলেন, সরকারি চাকরির নীতিমালা ভঙ্গ করে গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে ‘মিথ্যাচার করায়’ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে।

/হাসান/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়