ঢাকা     মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

কৃষি মার্কেটে আগুন: দিশেহারা নিঃস্ব ব্যবসায়ীরা 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ১৪ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ০৯:৪১, ১৪ সেপ্টেম্বর ২০২৩
কৃষি মার্কেটে আগুন: দিশেহারা নিঃস্ব ব্যবসায়ীরা 

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুনে শত শত দোকান পুড়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। পুড়ে গেছে দোকানের মালামাল। সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৩টা ৪৩ মিনিটে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে মার্কেটের খ ও গ ইউনিট ভস্মীভূত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল ৯টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। 
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের অফিসার শাহজাহান সিকদার এ তথ্য জানান। 

জানা গেছে, পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। 

ভোরে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ব্যবসায়ীরা। অনেকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন। কেউ মালামাল সরানোর চেষ্টা করছেন। আবার আগুনে সব হারিয়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। 

এদিকে, ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছে পুলিশ, র‌্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)  এর সদস্যরা। 

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়