ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ১৪ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১০:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০২৩
কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

সাড়ে ৫ ঘণ্টারও বেশি সময় পর রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর ৩টা ৪৩ মিনিটের দিকে আগুন লাগে। 

 সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী আগুন নিয়ন্ত্রণের কথা জানান। 

ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত একটি মুদি দোকান থেকে। তবে শর্ট সার্কিট, কয়েল নাকি অন্য কোনোভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তদন্তের পর আগুনের ক্ষয়ক্ষতির বিষয়ে বলা যাবে। 

এর আগে ফায়ার সার্ভিসের ১৭টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ দল। আগুনে পুড়ে গেছে কয়েকশ দোকান। 

আরও পড়ুন : মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট 

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তায় সেনা, নৌ ও বিমান বাহিনী

কৃষি মার্কেটে আগুন: দিশেহারা নিঃস্ব ব্যবসায়ীরা 

৫ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি কৃষি মার্কেটের আগুন

আগুনে ছাই বহু জুয়েলারি দোকান 

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়