ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ভারতে ৫ হাজার টন ইলিশ রপ্তানি হতে পারে: বাণিজ্যমন্ত্রী

বিশেষ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ১৪ সেপ্টেম্বর ২০২৩  
ভারতে ৫ হাজার টন ইলিশ রপ্তানি হতে পারে: বাণিজ্যমন্ত্রী

প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করা হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ‘নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা’ সভার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

আরও পড়ুন: ডিম আমদানির অনুমোদন, ৩ পণ্যের দাম নির্ধারণ

তিনি বলেন, সারা বছর ভারতে ইলিশ রপ্তানি করা হয় না। পূজা উপলক্ষে ভারতীয় বাঙালিদের শুভেচ্ছা উপহার হিসেবে দেশে যা উৎপাদন হয় তার সামান্য পরিমাণ রপ্তানি করা হয়। কী পরিমাণ ইলিশ রপ্তানি করা হবে জানতে চাইলে তিনি বলেন, চার থেকে পাঁচ হাজার টনের বেশি নয়।

দেশে বছরে ছয় লাখ টন ইলিশ উৎপাদন হয় জানিয়ে মন্ত্রী বলেন, সেই হিসাবে প্রতিদিন যদি আমরা ধরি, তাহলে গড়ে দুই হাজার টন ইলিশ ধরা হয়। বড়জোর পাঁচ হাজার টন ইলিশ রপ্তানি করব। তাতে সারা বছরের দুই দিনের উৎপাদন আমরা তাদের দেব এই পূজার সময়।

ঢাকা/হাসনাত/ইভা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়