ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

এডিসি হারুন–কাণ্ড

অপরাধ কর‌লে শা‌স্তি পে‌তে হ‌বে: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ১৪ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৭:০৬, ১৪ সেপ্টেম্বর ২০২৩
অপরাধ কর‌লে শা‌স্তি পে‌তে হ‌বে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ করলে শাস্তি পেতে হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এডিসি হারু‌নের ঘটনায় সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিব্রত কি না-জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানুষ মাত্রই ভুল করে থাকে। যে ভুল করে তার শাস্তি হয়, এটাই স্বাভাবিক। আমাদের সরকার, সে যেই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে, এটা হলো মূলকথা।’

‘হারুন সম্পর্কে আমাদের তাৎক্ষণিকভাবে যেটা করার, সেটা করেছি। এখন তার বিরুদ্ধে মামলা হবে, তার বিরুদ্ধে তদন্ত হবে। সবগুলোই তো একটা প্রক্রিয়া। তাৎক্ষণিকভাবে যা দরকার ছিলো, আমরা তাকে সাসপেন্ড করেছি। এখন তদন্ত শুরু হয়ে তার নামে যদি মামলা হয়ে থাকে, সে মামলাগুলোর প্রক্রিয়া শুরু হবে,’ জানান তি‌নি।

অন্য এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমার জানামতে যিনি ভিক্টিম তিনি এখনো মামলা করেননি। মামলা করলে তদন্ত শুরু হবে। আর যেহেতু ঘটনা একটা ঘটেছে, এটার বিভাগীয় মামলা তো হবেই। সেখানে যা সিদ্ধান্ত হয় সেটা হবে।’

সানজিদাকে রংপুরে বদলির খবর গুজব:
এডিসি হারুন এবং সানজিদা-দুজনকেই রংপুর রেঞ্জে বদলি করা হ‌য়ে‌ছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না, না, এটা গুজব।’

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর রাতে শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুনের বিরুদ্ধে। এ ঘটনায় এডিসি হারুন‌কে বদ‌লি করা হয় কক্সবাজার এপি‌বিএনে। তা‌কে সাম‌য়িক বরখাস্তও করা হয়। প‌রে হারুন‌কে রংপুর রে‌ঞ্জে বদ‌লি করা হয়। একই ঘটনায় এডিসি সানজিদা আফরিনকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করা হতে পারে বলে সংবাদ প্রকাশ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে- এ খবর ভাইরাল হয়।

/নঈমুদ্দীন/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়