ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

নোবেল জয় মানেই তিনি ফেরেস্তা নন: পররাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৮:৪৭, ১৪ সেপ্টেম্বর ২০২৩
নোবেল জয় মানেই তিনি ফেরেস্তা নন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নোবেল জয়ী মানেই তিনি ফেরেস্তা নন। অনেক নোবেল জয়ী জেল খেটেছেন। নোবেল জয়ী হলেই তিনি সব আইনের ঊর্ধ্বে নন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কেস করেনি। যাদের ঠকিয়েছে তারা মামলা করেছে। কোর্টকে সরকার প্রভাবিত করে না। পুরোটা না জেনে বিশ্বের নামিদামি লোক বিবৃতি দিয়েছেন, এটা দুঃখজনক।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিচারাধীন মামলা বন্ধে ইউরোপিয়ান কাউন্সিলের বিতর্ককে অভ্যন্তরীণ হস্তক্ষেপ বলে মনে করে বাংলাদেশ। কোনও ধরনের অপপ্রচার হলে বসে থাকবে না বাংলাদেশ।

মোমেন বলেন, শুনেছি, তিনি একটা তহবিল তৈরি করে বিভিন্ন লোকের সই নিয়ে আসছেন। আমরা আশা করব, তারা (বিদেশিরা) এসে মামলা নিয়ে লড়াই করতে পারেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।


 

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়