ঢাকা     বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

ভিসানীতি যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২৩  
ভিসানীতি যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার: স্বরাষ্ট্রমন্ত্রী

ভিসানী‌তির আলোকে মার্কিন যুক্তরাষ্ট্র তা‌দের দে‌শে কা‌কে যে‌তে দিবেন, কা‌কে ‌দি‌বেন না, সেটা তা‌দের নিজস্ব ব‌্যাপার ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব‌্য ক‌রেন।

মন্ত্রী ব‌লেন, যুক্তরাষ্ট্র ভিসানীতি প্রণয়ন করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশে কাকে যেতে দেবেন, কাকে যেতে দেবেন না, এটি তাদের ব্যাপার। সেখানে আমাদের মন্তব্য নেই, বলার কিছু নেই।

ভিসানী‌তির মাধ‌্যমে যা‌দের নি‌ষিদ্ধ করা হ‌য়ে‌ছে এমন এক‌টি তা‌লিকা সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে প্রচার করা হ‌চ্ছে, এটি কি রিউমার নাকি সত্য? আদৌ সরকারের কাছে কোনো তালিকা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসানীতি তারা ডিক্লেয়ার করেছেন আমরা শুনেছি। আমাদের কাছে তো চিঠির মাধ্যমে তারা জানায়নি।

তিনি বলেন, কাজেই আমরা যেটি শুনেছি সেটিই জানি। আমরা এখন পর্যন্ত কাকে নিষিদ্ধ করেছে, সেগুলো আমরা জানি না। বরং যে লিস্টটা দিয়েছে, এটির ভিত্তি কি, সেটিও আমি জানি না। যেহেতু কিছুই জানি না আমি মনে করি এটি সম্পর্কে মন্তব্য করার আমার কোনো এখতিয়ার নেই।

/নঈমুদ্দীন/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়