ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৬ ১৪৩১

মুগদায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত: ০৯:১০, ২৯ সেপ্টেম্বর ২০২৩  
মুগদায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রতীকী ছবি

রাজধানীর মুগদায় ট্রাকের ধাক্কায় মো. ইমন খন্দকার (৪০) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ফারুক হোসেন (৩৫) নামে আরও এক যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মুগদার আমিন মোহাম্মদ গ্রিন মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইমন গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই কুটিপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। মুগদা মান্ডায় লেটকার গলিতে একটি ভাড়া বাসায় থাকতেন।

আরো পড়ুন:

ইমনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা প্রতিবেশী মিঠু মিয়া জানান, গতকাল রাতে দুজন ওই এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালক ইমন ও আরোহী ফারুক দুজনে মাটিতে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত পৌনে ১১ টার দিকে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত ফারুক চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, সড়ক দুর্ঘটনা নিহত ব্যক্তির মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

/হাসান/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়