ঢাকা     বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

রাজধানীতে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১১:৩২, ৫ অক্টোবর ২০২৩   আপডেট: ১১:৩৪, ৫ অক্টোবর ২০২৩
রাজধানীতে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর শেরেবাংলা নগরের শুক্রাবাদে একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাব্বি (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার  (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

রাব্বিকে ঢামেকে নিয়ে আসা জুয়েল রানা জানান, শুক্রাবাদে স্টার প্লাস হোল্ডিং লিমিটেড নামে একটি  নির্মাণাধীন ভবনের তিনি সহকারী হিসেবে কাজ করতেন। গত এক মাস আগে এই প্রতিষ্ঠানে তিনি কাজে যোগ দেন।গত রাতে বৃষ্টির হচ্ছিলো তখন তিনি ইলেকট্রিক লাইনে সুইচ অফ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের বাড়ি জামালপুর সদর জেলার লাহিড়ী পাড়া গ্রামে। তার বাবার নাম জয়নাল মিয়া। শুক্রাবাদ ২৪/এ নম্বর একটি ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক পুলিশ ফাড়ির  ইনচার্জ  বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানানো হয়েছে।

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়