ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

শেওড়াপাড়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ৫ অক্টোবর ২০২৩   আপডেট: ১২:০৬, ৫ অক্টোবর ২০২৩
শেওড়াপাড়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় জে কে ফ্যাশনের শ্রমিকরা সড়ক অবরোধ করছেন। ফলে আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত যান চলাচল ব্যহত  হচ্ছে। 

বৃহস্পতিবার (৫ অক্টোবর)  সকাল ৮টার পর থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। 

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিন আলী বলেন, গার্মেন্টস শ্রমিকরা আজকেও শেওড়াপাড়ায় সড়ক অবরোধ করেছেন। তাদের অবরোধের কারণে শেওড়াপাড়া ও কাজিপাড়া এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। 

জানা গেছে, তিন মাসের অগ্রিম বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে। এদিকে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করায় ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে বুধবার (৪ অক্টোবর)  সকাল ৯টায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। জে কে ফ্যাশনের কারখানা মিরপুর শেওড়াপাড়া থেকে স্থানান্তরিত করা হবে গাজীপুরে। তবে শ্রমিকরা অভিযোগ করে বলছেন, কারখানা স্থানান্তরের কথা বলে মূলত মালিকপক্ষ গার্মেন্টসটি বন্ধ করতে চাচ্ছে। তাই তারা কারখানা স্থানান্তরের আগে অগ্রিম তিন মাসের বেতন চান। 

ঢাকা/মাকসুদ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়