ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

সাংবাদিকদের ভালো-মন্দ দেখতে হবে, মালিকদের প্রতি প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ৬ অক্টোবর ২০২৩  
সাংবাদিকদের ভালো-মন্দ দেখতে হবে, মালিকদের প্রতি প্রধানমন্ত্রী

গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড বাস্তবায়নে সংবাদমাধ্যমগুলোর মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৬ অক্টোবর) গণভবনে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশগ্রহণ এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়ন বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান যাতে ব্যাপকভাবে হয়, সেজন্য রেডিও-টেলিভিশন সবকিছু আমি বেসরকারি খাতে উন্মুক্ত করেছি। উন্মুক্ত করেছি বলেই অনেক লোকের কাজের সুযোগ হয়েছে। এটাই আমার মাথায় ছিল।’

গণমাধ্যম মালিকদের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু নিজেরা পয়সা কামাই করলে তো হবে না, যাদের দিয়ে কাজ করাবেন, তাদের ভালো-মন্দটাও তো দেখতে হবে।’

‘ওয়েজবোর্ড আমরা তো দিয়েছি। সেটা তো বাস্তবায়ন করা মালিকদের দায়িত্ব। সরকারের পক্ষ থেকে যে ম্যাসেজ দেওয়ার, সেটা আমরা দেবো। সাংবাদিকরা তো জীবনের ঝুঁকি দিয়ে আপনাদের জন্য কাজ করে, তাদের ভালো-মন্দ তো দেখতে হবে।’

পারভেজ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়