ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

কাকরাইলে আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে থেমে থেমে বিস্ফোরণ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ৯ অক্টোবর ২০২৩   আপডেট: ১৪:০০, ৯ অক্টোবর ২০২৩
কাকরাইলে আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে থেমে থেমে বিস্ফোরণ 

বেসরকারি কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের আগুন নিয়ন্ত্রণে এলেও সেখানে ক্ষণে ক্ষণে বিস্ফোরণের ঘটনা ঘটছে। এ কারণে র‌্যাব, পুলিশের সঙ্গে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল সেখানে কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের পরিচালক (প্রশিক্ষণ পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম গণমাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু ভেতরে ক্ষণে ক্ষণে ছোট-বড় বিস্ফোরণের ঘটনা ঘটছে। শুধু পানি নয়, ফোম স্প্রে করা হচ্ছে। যাতে ভেতরে আর আগুন ছড়াতে না পারে, পরিবেশ ঠান্ডা হয়। একইসঙ্গে ভেতরে বালি ছিটিয়ে দেওয়া হচ্ছে যাতে আগুন আর কোথাও ছড়িয়ে না পড়ে।

সোমবার (৯ অক্টোবর) সারেজমিন ঘুরে দেখা যায়, ফায়ার সার্ভিস কর্মীরা এখনো পানি দিচ্ছেন। সঙ্গে ফোম স্প্রে করছেন, বালি ভর্তি বস্তা টেনে ভেতরে নেওয়া হচ্ছে। ভবনটির নিচ তলায় এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা স্প্রে করছেন। তারা ধারণা করছেন ভেতরে দাহ্য পদার্থ থাকতে পারে। মূলত এ কারণে আগুন নিয়ন্ত্রণে থাকলেও ক্ষণে ক্ষণে বিস্ফোরণ ঘটছে। তবে পুরো কুরিয়ার সার্ভিসে আগুন নিয়ন্ত্রণে আনার তেমন সরঞ্জামাদি ঘটনাস্থলে চোখে পড়েনি।

আরো পড়ুন : কাকরাইলে এস এ পরিবহন কার্যালয়ে আগুন নিয়ন্ত্রণে
 

মাকসুদ/তারা  

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়