ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

হাইকোর্ট এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২০:১৬, ৯ অক্টোবর ২০২৩  
হাইকোর্ট এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানাধীন হাইকোর্টের মাজার গেট এলাকা থেকে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইকোর্ট মাজারের সামনে থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, স্থানীয়রা জানিয়েছেন ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক জানা যাবে।

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়