ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

পদ্মা সেতুতে রেল

প্রধানমন্ত্রীর সঙ্গে ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হলেন তারা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৪, ১০ অক্টোবর ২০২৩  
প্রধানমন্ত্রীর সঙ্গে ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হলেন তারা

মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন থেকে ট্রেনে চড়ে ভাঙ্গা স্টেশনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্বপ্নের পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে রেল চলাচল উদ্বোধনের পর যাত্রী হিসেবে মাওয়া স্টেশন থেকে ভাঙ্গা স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তার সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন এবং মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। 

প্রধানমন্ত্রীর সঙ্গে আরও ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক।

প্রধানমন্ত্রী সকালে মাওয়া স্টেশন প্রান্তে সুধী সমাবেশে রেল চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি মাওয়া স্টেশন থেকে ভাঙ্গা স্টেশন পর্যন্ত রেল ভ্রমন করেন। পরে বিকেলে তিনি ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।

পারভেজ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়