ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বঙ্গবন্ধুর বায়োপিক দেখলেন ঢাকা-৪ আসনের ৫০০ নেতাকর্মী

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ১৩ অক্টোবর ২০২৩   আপডেট: ২২:২৩, ১৩ অক্টোবর ২০২৩
বঙ্গবন্ধুর বায়োপিক দেখলেন ঢাকা-৪ আসনের ৫০০ নেতাকর্মী

ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানমের উদ্যোগে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৫০০ নেতাকর্মী হলে গিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি দেখেছেন।

১৩ অক্টোবর (শুক্রবার) রাজধানীর ধোলাইরপাড়ের গীত সিনেমা হলে বিকেল ৩টার শো-তে দলবেঁধে মুভিটি দেখেন তারা। এসময় ঢাকা-৪ আসনের স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো।

শো শুরুর আগে অনেকে দলবেঁধে জয় বাংলার স্লোগান দিতে দিতে সিনেমা হলে প্রবেশ করেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উচ্ছ্বাসে মুখরিত ছিল সিনেমা হল প্রাঙ্গণ।

কদমতলী থানা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন পরিবার নিয়ে বঙ্গবন্ধুর বায়োপিক দেখতে এসে বলেন, ‘অ্যাডভোকেট সানজিদা খানমের নেতৃত্বে ও আহ্বানে আমরা ঐতিহাসিক এই ছবিটি দেখেছি। স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাঁর ডাকে সাড়া দিয়েছে। তিনি টিকিটসহ সার্বিক ব্যবস্থাপনা করেছেন। বঙ্গবন্ধুকে ভালোবেসে তার এই অনন্য উদ্যোগে আমরা গর্বিত।’

শ্যামপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাইদুল ইসলাম শাকিল শেখ বলেন, ‘তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুকে জানাতে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি একটি অনবদ্য সৃষ্টি। আর এই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে সানজিদা আপা স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে সিনেমাটি দেখার ব্যবস্থা করেছেন। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।’

কদমতলী থানা ৫৩নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি কাওছার হাওলাদার বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি বলে সিনেমাটি দেখেছি। বঙ্গবন্ধুর সম্পর্কে জানা, বোঝা ও উপলব্ধি করতে সিনেমাটি অসাধারণ একটি নির্মাণ। আগে বই-পুস্তকে বঙ্গবন্ধুকে জানলেও অনেক ইতিহাসই অজানা ছিল। সিনেমাটি দেখে বঙ্গবন্ধুর ত্যাগ-তিতিক্ষা সম্পর্কে নতুন করে জানলাম। এই সুযোগটি করে দেওয়ার জন্য সানজিদা খানম আপাকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

শ্যামপুর থানার ৪৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম হাসান গাজী বলেন, ‘বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। আগে বঙ্গবন্ধুর জীবনী পড়লেও তাঁকে নিয়ে সিনেমা এই প্রথম দেখলাম। মুজিব আদর্শকে মনেপ্রাণে লালন করতে সিনেমাটি দেখার বিকল্প নেই। এক্ষেত্রে ঢাকা-৪ আসনের সাবেক এমপি, এই এলাকার মাটি ও মানুষের নেত্রী অ্যাডভোকেট সানজিদা খানম আপা আমাদের নেতাকর্মীদের সম্মিলিতভাবে এই সিনেমাটি দেখার ব্যবস্থা করেছেন। ফলে মিছিলের মতো দলবেঁধে আমরা সিনেমাটি উপভোগ করেছি। আপার প্রতি কৃতজ্ঞতা।

দলের নেতাকর্মীদের নিয়ে সম্মিলিতভাবে সিনেমা দেখার আয়োজন প্রসঙ্গে অ্যাডভোকেট সানজিদা খানম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে যে চলচ্চিত্র, সেটা ইতিহাসেরই অংশ। বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় ঐতিহাসিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ নির্মিত হয়েছে। ঢাকা-৪ আসনের এই হলটিতে সারাদেশের মতো আজই সিনেমাটি মুক্তি পেয়েছে। ঐতিহাসিক এই চলচ্চিত্রটি সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে দেখতে আমি গতকাল ৫০০ টিকিট-ই কিনেছি। আজকে নেতাকর্মীদের নিয়ে সিনেমাটি দেখলাম।’ 

তিনি আরও বলেন, ‘সিনেমাটি দেখে আমার মনে হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জীবন আমরা বইতে পড়েছি, যেটা শুনেছি, তার সাথে হুবহু মিল রেখে সুন্দরভাবে জাগ্রত ইতিহাসকে উপস্থাপন করা হয়েছে। চলচ্চিত্রটিতে যারা অভিনয় করেছেন তারাও সুনিপুণভাবে বঙ্গবন্ধু ও তার পরিজনদের ফুটিয়ে তুলেছেন। মনে হচ্ছে যেন বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে এসেছেন। ছবিটি দেখে অনেকের চোখের পানি এসেছে। সিনেমার শুরুতে আমিও নিজেকে ধরে রাখতে পারিনি। আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম।’

তিনি বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি, তাদের প্রত্যেকেরই উচিত এই চলচ্চিত্রটি দেখা। আজকে তো আমরা ৫০০ নেতাকর্মীদের নিয়ে দেখেছি। এছাড়া যতদিন এই হলে সিনেমাটি চলবে, প্রতিদিন আমাদের ১০০ জন কের নেতাকর্মী সিনেমাটি দেখবে। এরপর এই হলে শো শেষ হয়ে গেলে এলইডির মাধ্যমে ঢাকা-৪ এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তরুণ প্রজন্মকে সিনেমাটি দেখাতে চাই। তাদের জানাতে চাই ইতিহাসটা কী!’

অ্যাডভোকেট সানজিদা খানম বলেন, ‘আমাদের ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা এই চলচ্চিত্রের মাধ্যমে চোখের সামনে ফুটে উঠেছে। সুতরাং ঐতিহাসিক এই মুভিটি মুক্তির প্রথম দিনে ৫০০ নেতাকর্মী নিয়ে দেখতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বিশ্বাস, বহুল প্রতীক্ষিত এ বায়োপিকের মাধ্যমে জাতি অনেক অজানা তথ্য ও ইতিহাস সঠিকভাবে জানবে।’

উল্লেখ্য, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহুল কাঙিক্ষত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ ১৩ অক্টোবর, শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রিমিয়ার শো'তে সিনেমাটি দেখেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বায়োপিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শিল্পী আরিফিন শুভ এবং বঙ্গবন্ধু পত্নী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

এছাড়া জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ, চঞ্চল চৌধুরী, প্রার্থনা দীঘি ও অন্যরা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

ঢাকা/ইকাস

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়