ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে তরুণের মৃত্যু

প্রকাশিত: ২২:৪০, ১৬ অক্টোবর ২০২৩  
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে তরুণের মৃত্যু

রাজধানীর রায়েরবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে মো. শাকিল (২০) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রি মারা গেছেন।

সোমবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে যান শাকিল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাকিলের সহকর্মী জুয়েল বলেছেন, শাকিল ওয়েল্ডিং মিস্ত্রি, আমি তার হেলপার। আজ বিকেলে আমরা রায়েরবাগের একটি তিনতলা ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করছিলাম। এ সময় একটি রড রাস্তার পাশের বিদ্যুতের তারের সঙ্গে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল তিনতলা থেকে নিচে পড়ে যান। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, শাকিলের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আসার কোটা গ্রামে। তার বাবার নাম নবীর হোসেন। শাকিল রাজধানীর জুরাইন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছেন, শাকিলের মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে জানানো হয়েছে।

ঢাকা/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়