ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

শাহবাগে টহল গাড়ি থেকে পড়ে আহত আনসার সদস্যের মৃত্যু

প্রকাশিত: ২৩:০৮, ১৬ অক্টোবর ২০২৩   আপডেট: ২৩:১০, ১৬ অক্টোবর ২০২৩
শাহবাগে টহল গাড়ি থেকে পড়ে আহত আনসার সদস্যের মৃত্যু

রাজধানীর টিএসসি মোড়ে শাহবাগ থানার ডিউটি চলাকালে পুলিশের গাড়ি থেকে পড়ে আহত মাহফুজ হেলাল (২৩) নামে এক আনসার সদস্য চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যালে মারা যান।

নিহতের সহকর্মী মোহাম্মদ ফয়সাল জানান, ১৪ অক্টোবর দিনগত রাত দেড়টার দিকে শাহবাগ থানার গাড়িতে ডিউটি চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় গোল চত্বরে টার্ন নেওয়ার সময় অসাবধানতাবশত টহল গাড়ি থেকে সে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ডিউটিরত শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) বজলু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে নিউরো ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে মারা যান তিনি।

তিনি আরও বলেন, নিহত আনসার সদস্য হেলাল শাহবাগ থানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার ঢালীবাড়ি গ্রামে। বাবার নাম আবারুল ইসলাম। 

ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি  বিভাগের রাখা হয়েছে।

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়