ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু

বুলবুল চৌধুরী, ঢামেক প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ১৮ অক্টোবর ২০২৩  
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু

ফাইল ফটো

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক বন্দির মৃত্যু হয়েছে। মোহাম্মদ মোকাদ্দেস মৃধা (৫০) নামের ওই বন্দিকে অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের রক্ষী মো. সিরাজ জানিয়েছেন, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মোকাদ্দেস মৃধা কারাগারে অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেছেন, মোকাদ্দেস মৃধার মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত করা হবে। এর পর মোকাদ্দেস মৃধার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি বলেন, মোকাদ্দেস মৃধা কোন মামলায় কারাবন্দি ছিলেন, সেটা আমাদের জানা নেই। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।

ঢাকা/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়