ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

থাই জ্বালানিমন্ত্রীর সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ১৯ অক্টোবর ২০২৩  
থাই জ্বালানিমন্ত্রীর সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধিদল থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রী পিরাপান সালিরাথাভিভাগার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।  

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ব্যাংককের ইউনাইটেড নেশনস কনফারেন্স সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিনিয়োগ ও জ্বালানি অর্থনৈতিক সহযোগিতা এবং ইলেকট্রিক যানবাহনে নিরাপদ লিথিয়াম ব্যাটারির ব্যবহার বাড়ানোর প্রসঙ্গে প্রাধান্য পেয়েছে।

নসরুল হামিদ বলেন, এসডিজি লক্ষ্য অর্জন, জ্বালানি নিরাপত্তা ও ক্লিন এনার্জি ব্যবহারে পারস্পারিক সহযোগিতা নিকট ভবিষ্যতে দুই দেশেরই জ্বালানি খাতে সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করবে।

থাইল্যান্ডের জ্বালানিমন্ত্রী জ্বালানি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি করতে পারলে উভয় দেশ উপকৃত হতে পারে।

এ সময় অন্যান্যের মাঝে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী ও থাইল্যান্ডের জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়