ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ২৩ অক্টোবর ২০২৩  
ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে বাংলাদেশ

গাজায় ইসরায়েলের নির্বিচারে হত্যাযজ্ঞের বিরোধিতা করেছে বাংলাদেশ। একই সঙ্গে ফিলিস্তিনের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

সোমবার (২৩ অক্টোবর) অ্যাঙ্গোলার লুয়ান্ডাতে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পার্লামেন্টারি ইউনিয়নে (পিইউআইসি) বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এ কথা বলেন সংসদ সদস্য মো. আব্দুস শহীদ।

তিনি বলেন, ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় চালানো হত্যাযজ্ঞের সম্পূর্ণ বিরোধী বাংলাদেশ।

মো. আব্দুস শহীদ বলেন, বাংলাদেশ ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করেছে। একই সারাদেশে জাতীয় শোক পালন করা হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশিদের সঙ্গে এক জাতি হিসেবে ফিলিস্তিনের জনগণের প্রতি ভালোবাসা, সমর্থন ও সংহতি প্রকাশ করছেন। বাংলাদেশে মুসলিম বিশ্বের জন্য সংহতি ও শান্তি কামনা জন্য প্রার্থনারও আয়োজন করা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের জন্য জরুরী জীবন রক্ষা সরঞ্জামও পাঠানো হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলে আরও ছিলেন সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কাজী ফিরোজ রশীদ, জাকিয়া পারভীন খানম, ফেরদৌসী ইসলাম এবং এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার।

আসাদ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়