ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ভৈরবে রেল দুর্ঘটনার হতাহতদের জন্য ক্ষতিপূরণ দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ২৪ অক্টোবর ২০২৩   আপডেট: ২১:৪৬, ২৪ অক্টোবর ২০২৩
ভৈরবে রেল দুর্ঘটনার হতাহতদের জন্য ক্ষতিপূরণ দাবি

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ও আহতদেরকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিত সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, রেল খাতে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। শতাধিক প্রকল্পে লাখো কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কিন্তু, ঝুঁকিপূর্ণ রেললাইন ও সেতু সংস্কার না করা, সিগন্যালিং পদ্ধতি আধুনিকায়ন না করা এবং মেয়াদোত্তীর্ণ ঝুঁকিপূর্ণ লোকমোটিভ ও কোচ ব্যবহারের কারণে রেলপথ দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। 

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ৪০২টি ছোট-বড় রেল দুর্ঘটনায় ৩৯৬ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন। ২০২২ সালে ৬০৬টি ছোট-বড় রেল দুর্ঘটনায় ৫৫০ জন নিহত ও ২০১ জন আহত হয়েছেন।

জরুরি ভিত্তিতে এ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আইনের মুখোমুখি করা এবং রেলপথ নিরাপদ ও ঝুঁকিমুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।

মামুন/রফিক

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়