ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মহাখালীর খাজা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২৬ অক্টোবর ২০২৩   আপডেট: ১৯:৫০, ২৬ অক্টোবর ২০২৩
মহাখালীর খাজা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ছবি: সংগৃহীত

মহাখালীর আমতলীর খাজা টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার রাইজিংবিডিকে জানান, বৃহস্পতিবার বিকেল ৪টা ১৯ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ১৪তলা ভবনের ১৩ তলায় আগুন লাগার সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে।

ফায়ার সার্ভিসের সহায়তায় অগ্নিনির্বাপণে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী যোগ দিয়েছে।

জানা গেছে, খাজা টাওয়ারে বহু মানুষ আটকে আছে। তবে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছেন। আগুন দেখতে জড়ো হয়েছেন অনেক মানুষ। কেউ কেউ আবার আতঙ্কে ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামার চেষ্টা করছেন। এরই মধ্যে ফায়ার সার্ভিস, পুলিশ ও র‍্যাব সদস্যরা সাধারণ মানুষকে সরিয়ে আটকেপড়া মানুষদের নিরাপদে নামিয়ে আনছেন।

রাত সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভবনের ভেতর থেকে আটকে পড়া ৫ জনকে নিরাপদে সরিয়ে এনেছে ফায়ার সার্ভিস। তবে আগুনের ভয়াবহতা যেন বাড়তে না পারে সেজন্য চারদিক থেকে পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীরা। 

মাকসুদ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়