ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

মহাখালীতে আগুন: আরও এক নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০:৩৪, ২৭ অক্টোবর ২০২৩   আপডেট: ১০:৩৮, ২৭ অক্টোবর ২০২৩
মহাখালীতে আগুন: আরও এক নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর বনানীর মহাখালী খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আকলিমা রহমান তিশার (৩৩) মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভগে নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সোয়া একটার দিকে ফায়ার সার্ভিস টিমের সদস্যরা ও স্বজনেরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

পড়ুন: খাজা টাওয়ারে আগুন: ভবন থেকে নামতে গিয়ে নারীর মৃত্যু 

আরো পড়ুন:

আকলিমার বড় ভাই ওবায়দুর রহমান বলেন, আমার বোন মহাখালী আমতলির খাজা টাওয়ারের নবম তলার রেস অনলাইন লিমিটেডে কাজ করতো। খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা বিকেল থেকে অপেক্ষায় ছিলাম। কিন্তু তার মুঠোফোন বন্ধ পাই। শেষ পর্যন্ত আমার বোন লাশ হয়ে ফিরলো। আমাদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার সৈয়দপুর গ্রামে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মহাখালী থেকে ফায়ার সার্ভিস সদস্যরা এক নারীর মধ্যে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়