মিরপুরে আজও পোশাক শ্রমিকদের অবস্থান
রাজধানীর মিরপুরে আজও (বৃহস্পতিবার, ২ নভেম্বর) অবস্থান করছেন পোশাক শ্রমিকেরা। মজুরি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকেরা কয়েক দিন ধরে সেখানে অবস্থান করছেন।
আজ সকাল ৯টা থেকে পোশাক শ্রমিকরা ইপিলিয়ান, অ্যাপোলো নিটওয়্যার ও স্ট্যান্ডার্ড কারখানার সামনের সড়কে অবস্থান নেন। এসব কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ টার দিকে মিরপুর-১০ নম্বর থেকে শ্রমিকেরা মিরপুর-১১ নম্বর ও ১২ নম্বরের দিকে যান। মিরপুর-১২ নম্বরে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।
মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা বলেন, শ্রমিকেরা অবস্থান করছেন। পরিস্থিতি শান্ত রয়েছে।
উল্লেখ্য, রাজধানীর মিরপুরে বুধবারও শ্রমিকেরা রাস্তা আটকে বিক্ষোভ প্রদর্শন করেন। শ্রমিকদের আন্দোলনের মধ্যে গাজীপুর, সাভার, আশুলিয়া ও ঢাকার মিরপুরে প্রায় ২০০টি রপ্তানিমুখী পোশাক কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করেছেন মালিকেরা।
/মাকসুদ/এসবি/