ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ৩ নভেম্বর ২০২৩   আপডেট: ১২:৪১, ৩ নভেম্বর ২০২৩
শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা দাবি

শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকার ঘোষণার দাবি জানিয়েছে ৫ দলীয় বাম জোট।

শুক্রবার (৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি।

সমাবেশে বক্তব্য দেন, ৫ দলীয় জোটের শরীক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সভাপতি কমরেড শাহীন আহমেদ, বাংলাদেশের সাম্যবাদী দলের (মার্কসবাদী) সভাপতি কমরেড আলমগীর হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মাওবাদী) সাধারণ সম্পাদক কমরেড বিধান দাস, বাংলাদেশের সমতা পার্টির সভাপতি কমরেড সামছুল হক সরকার, জোট নেতা কমরেড রমজান আলী, কমরেড আলাউদ্দিন, কমরেড তারেক ইসলাম বিডি প্রমুখ।

নেতারা বলেন, দেশে সব প্রকার নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। শ্রমিকরা যে বেতন পায় তা দিয়ে তারা এখন অর্ধাহারে, অনাহারে অতিকষ্টে জীবনযাপন করছে। বাধ্য হয়েই পোশাক শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধি করে ২৫ হাজার টাকা করার দাবিতে রাজপথে আন্দোলন করছে। তাদের ন্যায্য দাবি না মেনে সরকার ও মালিকপক্ষ পুলিশ ও পেটোয়া বাহিনী দিয়ে শ্রমিকদের ওপর হামলা-গুলি চালিয়ে রাসেল হাওলাদার ও ইমরান নামের ২ জন শ্রমিককে হত্যা করেছে। অসংখ্য শ্রমিককে আহত করেছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার, নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা দাবি করছি এবং শ্রমিকদের ওপর গ্রেপ্তার দমন-পীড়ন বন্ধ করে তাদের ন্যায্য দাবি ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা দাবি জানাচ্ছি। 

তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধীদলের সব নেতাকর্মীদের মুক্তি ও দমন-পীড়ন মামলা-হামলা বন্ধের দাবি জানান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

/মামুন/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়